আয়কর সংক্রান্ত কতিপয় জ্ঞাতব্য বিষয়
. আয়কর রিটার্ন, সম্পদ ও দায় বিবরণী এবং জীবন যাত্রার মান সম্পর্কিত তথ্য সঠিক তথ্য প্রদান করে ঘোষিত আয়ের ভিত্তিতে কর পরিশোধ করা প্রত্যেক করদাতার নাগরিক দায়িত্ব।
. প্রদর্শিত আয়ের স্বপক্ষে হিসাবের খাতাপত্র এবং তথ্য-প্রমান সংরক্ষণ করা প্রয়োজন।
. আয়কর রিটারন। প্রস্তুত এবং তা দাখিলে পর্াপ্ত সাবধানতা অবলম্বন করা আবশ্যক।
. জরিমানা পরিহারের জন্য বিধিবদ্ধ সময়সীমার মধ্যে তথ্য-প্রমাণসহ আয়কর রিটারণ দাখিল করা বাঞ্চনীয়।
. সম্ভাব্য সরল সুদ পরিহারকল্পে যথাসময়ে অগ্রিম করের কিস্তি পরিশোধ করা আবশ্যক।
. উৎসে কর কর্তনকারী সকল কর্পক্ষের জন্য কর্নকৃত /সংগৃহীত কর বিধি সম্মত সময়সীমার মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান পূরবক কর বিভাগে তথ্য প্রেরণ করা আবশ্যক।
. সম্ভাব্য জটিলতা পরিহারকল্পে আয়ের কোন উৎস হতে আয়কর করতন করা হলে তার তথ্যাবলী সংগ্রহ করে রাখা আবশ্যক।
. কর নিরধারণী আদেশের বিষয়ে কোন আপত্তি থাকলে আদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে আপীল দায়ের িএবং আপীল আদেশ প্রাপ্তির ৬০ দিনের মধ্যে ট্রাইবুনালে আবেদন দাখিল করতে হবে।
. কর অফিসের নোটিশ বা পত্র পেলে অবহেলা না করে তার জবাব প্রদান করা বাঞ্চনীয়।
ক) নতুন টিিআই,এন সারটিফিকেটের প্রয়োজন হলে, টিিআই,এন ফরম (২ কপি) পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সংশ্লিষ্ট সারকেল অফিসে দাখিল করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস